ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কৃষকের মৃতদেহ ফেরত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কৃষকের মৃতদেহ ফেরত

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কৃষক নজরুলের মৃতদেহ ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার সময় অচিন্তপুর সীমান্তের ২৯৫নং মেইন পিলারের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠক শেষে মৃতদেহ হস্তান্তর করে বিএসএফ।



বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মমতাজুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) কর্নেল জাহিদুর রশিদ জানান, এ ঘটনায় জড়িত বিএসএফ সদস্যের শাস্তি দাবি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।