ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে বাসে আগুন

নিহতদের পরিবারকে ১০, আহতদের ৫ হাজার টাকা সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
নিহতদের পরিবারকে ১০, আহতদের ৫ হাজার টাকা সহায়তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা নিক্ষেপে আগুনে পুড়ে ৭ জন নিহতের ঘটনায় নিহত পরিবারকে ১০ হাজার টাকা এবং আহতদের ৫ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।



তিনি বলেন, আমি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল যাচ্ছি। এখন হতাহতদের পরিবারের কাছে অর্থ তুলে দেওয়া হবে। পরে প্রধানমন্ত্রী হতাহত পরিবারকে আরো আর্থিক সাহায্য প্রদান করবেন।

এরআগে ভোর পৌনে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের মিয়াবাজারের জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে বাসে আগুন লেগে ৭ জন যাত্রী নিহত ও ২৬ জন আহত হয়।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

** ভাইকে খুঁজতে এসে দগ্ধ আরিফ
** ভাগিনা পুড়ে কয়লা, বোন কোথায় জানিনা
** সৌদি যেতে পারবো তো!

** দগ্ধ শফিকুলের সংসার চালাবে কে?
** মণিরামপুরে পেট্রোল বোমা নিক্ষেপকালে ট্রাকচাপায় নিহত ২
** ‘আপা! ফ্লাইট তো দুপুরে, আমার পাসপোর্ট কই’
**  নিহত ৭টি মরদেহ কুমেক মর্গের বারান্দায়
** বার্ন ইউনিটে আরো ২ জনের অবস্থা আশঙ্কাজনক
** গভীররাতে বাসে পেট্রোল বোমা, বাবা-মেয়েসহ নিহত ৭
** দগ্ধ ২০ যাত্রী ঢাকা-কুমিল্লা-চৌদ্দগ্রাম হাসপাতালে‍
** রাজশাহীতে ট্রাকে পেট্রোল বোমা, দগ্ধ ৩
** বানিয়াচংয়ে ট্রাকে পেট্রোল বোমা, আটক ১
** মালিবাগে বাসে আগুন, শাহজাদপুরে ককটেল-মিছিল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।