ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিমাসে ৩ হাজার বিতরণ ট্রান্সফরমার পুড়ে যাচ্ছে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
প্রতিমাসে ৩ হাজার বিতরণ ট্রান্সফরমার পুড়ে যাচ্ছে

জাতীয় সংসদ ভবন থেকে: বিদ্যুতের ওভারলোডের কারণের প্রতিমাসে গড়ে ২ থেকে ৩ হাজার বিতরণ ট্রান্সফরমার পুড়ে যাচ্ছে বলে সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।  
 
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে ১২তম কার্যদিবসে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদে এসব তথ্য জানান।


 
প্রতিমন্ত্রী জানান, এ ব্যাপরে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে, এসব ব্যবস্থা বাস্তবায়ন হলে আগামী ২-৩  বছরের মধ্যে ওভারলোডেড ট্রান্সফরমার পোড়ার পরিমাণ শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে।
 
পিডিবি-পল্লী বিদ্যুৎ সাংঘর্ষিক:
 
কাজী কেরামত আলীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পল্লী বিদ্যুৎ ও পিডিবি’র মধ্যে কিছু কিছু জায়গা সাংঘর্ষিক। যেখানে পল্লী বিদ্যুৎ আছে সেখানে পিডিবি যাচ্ছে না। তাছাড়া এ দুই সংস্থার বিলেরও তারতম্য আছে। যেকারণে সমস্যা দেখা দিচ্ছে। বিষয়টির ব্যাপারে মন্ত্রণালয় অবিহিত।
 
তিনি বলেন, আগামী ৩ বছরের মধ্যে দেশের ৭০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সেবা পৌছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি আগামী ২০২১ সালের মধ্যে ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে।
 
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।