টাঙ্গাইল: হরতাল-অবরোধে আগুন, নৈরাজ্য ও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট ও মুক্তিযোদ্ধা সংসদ।
মঙ্গলবার সকালে শহরের নিরালার মোড়ে শহীদ মিনার প্রাঙ্গণে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ এ মানববন্ধনের আয়োজন করে।
এতে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ, প্রজন্মলীগসহ ১২ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫