ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সহিসংতার প্রতিবাদে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
সহিসংতার প্রতিবাদে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

টাঙ্গাইল: হরতাল-অবরোধে আগুন, নৈরাজ্য ও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট ও মুক্তিযোদ্ধা সংসদ।

মঙ্গলবার সকালে শহরের নিরালার মোড়ে শহীদ মিনার প্রাঙ্গণে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ এ মানববন্ধনের আয়োজন করে।



এতে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ, প্রজন্মলীগসহ ১২ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেত‍ারা অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।