জাতীয় সংসদ ভবন থেকে: আগামী মাস (মার্চ) থেকে পর্যায়ক্রমে শিল্পকারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে ১২তম কার্যদিবসে এ কে এম শামীম ওসমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, যেসমস্ত শিল্পকারখানা গ্যাস সংযোগের আবেদন করেছে, তাদের পর্যায়ক্রমে এ সংযোগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জোটের আমলে প্রায় ২০০ কিলোমিটার এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হয়। বিএনপি নেতাকর্মীরা তাদের নিজেদের প্রতিষ্ঠান ও আবাসিক বাড়িতে এ সংযোগ দিয়েছে। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। তবে কোনভাবেই অবৈধ সংযোগ রাখা হবে না। এগুলো বিচ্ছিন্ন করা হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫
** প্রতিমাসে ৩ হাজার বিতরণ ট্রান্সফরমার পুড়ে যাচ্ছে