ঢাকা: এ্যাপকো প্লাস্টিক কারখানার মালিক আনিসুজ্জামান খানকে গ্রেফতার করার দাবি জানিয়েছে ঢাকা মহানগর সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের নেতারা।
গত ৩১ জানুয়ারি এ্যাপকো প্লাস্টিক কারখানার বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৩ শ্রমিক ও কর্মকর্তার মৃত্যু হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি জুলফিকার আলী। অন্যদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, দফতর সম্পাদক খালেকুজ্জামান লিপন, সদস্য আফজাল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, এ্যাপকো প্লাস্টিক কারখানাটি যেখানে স্থাপন করা হয়েছে সেটা কারখানার জন্য উপযুক্ত স্থান নয়। আবাসিক এলাকায় এ ধরনের কারখানা স্থাপন করলেও শ্রমিকদের জন্য কোনো ধরনের নিরাপত্তা জোরদার করা হয়নি।
অগ্নিকাণ্ডের জন্য কারখানা মালিক আনিসুজ্জামান খান দায়ী দাবি করে তারা বলেন, অবিলম্বে আনিসুজ্জামান খানকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এ সময় ক্ষতিগ্রস্থদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়াও আহতদের পুর্নবাসনের দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫