ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিককে মারধরের প্রতিবাদে কুবিসাসের নিন্দা

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
সাংবাদিককে মারধরের প্রতিবাদে কুবিসাসের নিন্দা

কুবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র ও ইংরেজি দৈনিক নিউএইজের ঢাবি প্রতিনিধি নাজমুল হুদা সুমনের ওপর পুলিশি নির্যাতনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) কুবিসাসের সভাপতি মো. রবিউল হক রবি ও সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।



বিবৃতিতে নির্যাতনকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও শাস্তি দাবি কর‍া হয়।

এছাড়া রাষ্ট্রের সব নাগরিকের মৌলিক ও মানবাধিকার রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।