ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ৩৮ হরিণের চামড়া উদ্ধার, আটক ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
পাথরঘাটায় ৩৮ হরিণের চামড়া উদ্ধার, আটক ২ ছবি: ফাইল ফটো

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় ৩৮টি হরিণের চামড়া উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা। এ সময় দুই জনকে আটক কর‍া হয়।


 
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা গ্রাম থেকে এসব চামড়া উদ্ধার করা হয়।
 
আটক শাহিন মধ্য কালমেঘা গ্রামের ও উজ্জল পিরোজপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
 
র‌্যাব-৮ এর ক্যাম্প অধিনায়ক এএসপি আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, গোপনে বস্তায় ভরে কিছু হরিণের চামড়া বিক্রির উদ্দেশে কালমেঘা থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় মধ্য কালমেঘা গ্রামের সোনালী মাদ্রাসা সংলগ্ন রাস্তায় ওৎ পেতে থাকে র‌্যাব সদস্যরা।  
 
হরিণের চামড়া নিয়ে যাওয়ার সময় ওই স্থানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শাহিন ও উজ্জল দৌড় দিলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে।  
 
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটকদের জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের পটুয়াখালী ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় হস্তান্তর করা হবে বলে জানান এএসপি।
 
বাংলাদেশ সময়: ১৯৩৩  ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৩, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।