ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
টেকনাফে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ১২

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
 
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার র‌্যাব-৭ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার এএসপি দেলোয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  
 
অভিযানকালে ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়। আটকদের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া, পাচারকারীদের বহনকৃত একটি ট্রলার জব্দ করা হয় বলে জানায় র‌্যাব।  
 
এএসপি দেলোয়ার জানান, মায়ানমার থেকে পাচারকৃত তিন লাখ পিস ইয়াবা নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলো পাচারকারী দলটি। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ইয়াবাসহ ১২ জনকে আটক করে।
 
তিনি আরো জানান, উদ্ধারকারী দলটি এখনো নাফ নদীতে অবস্থান করছেন। রাত সাড়ে ১১টার দিকে তারা ক্যাম্পে পৌঁছাবেন। বুধবার সকাল ১০টার দিকে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান এএসপি।
 
বাংলাদেশ সময়: ১৮৪৭  ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।