ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি কর্মকর্তাদের জন্য ২৫ হাজার ট্যাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
সরকারি কর্মকর্তাদের জন্য ২৫ হাজার ট্যাব

ঢাকা: সরকারি কর্মকর্তাদের মাঝে ২৫ হাজার ট্যাব দেবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।



ন্যাশনাল আইসিটি ইন্ফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভ.নেট ফেজ-২ (ইনফো সরকার-২) প্রকল্পের আওতায় সরকারি কার্যক্রমকে আরো ত্বরান্বিত করণের লক্ষ্যে সারাদেশের সরকারি কর্মকর্তাদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এ তথ্য জানান।

আগামী ৫ ফেব্রয়ারি সকাল ১১টায় আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে কার্যক্রমের উদ্বোধন করবেন। এসময় তিনি সারাদেশ থেকে আগত অতিথিদের সাথে মত বিনিময় করবেন।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।