নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অবৈধভাবে পেট্রোল বিক্রির অভিযোগে চার পেট্রোল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রকিবুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বাংলানিউজকে জানান, উপজেলা সদরের পেট্রোল ব্যবসায়ী ইকবালকে পাঁচ হাজার, জারিয়া বাজারের মাহফুজুলকে পাঁচ হাজার, পূর্বধলা বাজারের রুহুল আমিনকে তিন হাজার ও মোসলেম উদ্দিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫।