রংপুর: রংপুরে নাশকতা ও বিশৃঙ্খলার সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবির ও বিএনপির ৪৩ নেতাকর্মীকে আটক করেছ পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত জেলার কাউনিয়া, তারাগজ্ঞ, বদরগজ্ঞ, পীরগজ্ঞ, মিঠাপুকুর, পীরগাছা, গংগাচড়া ও রংপুর মহনগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, অগ্নিসংযোগ, নাশকতা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে পুলিশ তিন জামায়াত-শিবির এবং চার বিএনপির কর্মীসহ ৪৩ জনকে আটক করেছে।
বাকি ৩৬ জনের মধ্যে মাদক ব্যবসায়ী, খুনি, পলাতক আসামিও রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘন্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫