ঢাকা: রাজধানীর রূপনগরের রুস্তমপুর বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রূপনগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
রূপনগর থানার উপ পরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যুবকের বুকের বাম পাশে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছিল লাল গেঞ্জি ও জিন্স প্যান্ট। কে বা কারা তাকে হত্যা করে ফেলে রেখে যায়।
ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫