জাতীয় সংসদ ভবন থেকে: নির্বিঘ্নে এসএসসি পরীক্ষা নিতে সেনাবাহিনীসহ যৌথবাহিনী নামানোর দাবি জানিয়েছেন তরিকত ফেডারেশনের প্রেসিডেন্ট নজিবুল বশর মাইজভান্ডারী।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, যে কয়দিন এসএসসি পরীক্ষা চলবে সে কয়দিন সেনাবাহিনীসহ যৌথবাহিনী নামিয়ে পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, এখন যে যৌথবাহিনী নামানো হয়েছে তাতে পুলিশ র্যাব বিজিবি রয়েছে। যে কয়দিন এসএসসি পরীক্ষা চলবে সেই কয়দিন (এক মাস বা দুই মাস) জরুরিভিত্তিতে সেনাবাহিনীসহ যৌথবাহিনী নামাতে হবে।
তিনি আরও বলেন, দেশ বিভীষিকার মধ্যে অবস্থান করছে। খালেদা জিয়া জামায়াত-শিবির ও জঙ্গিদের সঙ্গে নিয়ে হরতাল-অবরোধের নামে মানুষকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারছেন।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা দিয়ে ৭ জন নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নজিবুল বশর বলেন, এ ঘটনার পর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এখন থেকে আরো বেশি টহল বাড়ানো হবে’। এ কথা এখন কেন আমাদের শুনতে হচ্ছে? প্রধানমন্ত্রী আগেই সর্বোচ্চ সর্তক থাকার নির্দেশ দিয়েছিলেন। হরতাল-অবরোধে নাশকতায় দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে মাঠে নামছেন। শুধু যৌথবাহিনীর টহল নয়, যৌথবাহিনীর স্বার্থক অভিযান চালাতে হবে।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫
** সবার প্রশ্নের উত্তরেই জবাব ‘৩ বছর’
** মার্চ থেকে শিল্পকারখানায় গ্যাস সংযোগ
** প্রতিমাসে ৩ হাজার বিতরণ ট্রান্সফরমার পুড়ে যাচ্ছে