জাতীয় সংসদ ভবন থেকে: বিদ্যুতের দাম সামান্য পরিমাণ বৃদ্ধি হলে তা জনগণের জন্য বোঝা হবে না বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দশম সংসদের পঞ্চম অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম নুর-ই-হাসনা লিলি চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান উৎপাদন ব্যয়ের তুলনায় কম মূল্যে বিতরণ কোম্পানি/ইউটিলিটিসমূহকে বিদ্যুৎ সরবারহ করা হচ্ছে। ফলে সরকার ভতুর্কির মাধ্যমে ঘাটতি প্রতিপূরণ করে থাকে। বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি সংগ্রহ করে। ফলে বিশ্ব বাজারে তেলের মূল্য কম বেশি হলেও, বিদ্যুতের উৎপাদন ব্যয়ে তারতম্য হয় না।
তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে খুচরা বিদ্যুতের দাম তুলনামূলকভাবে কম। সরকার জনগণের সামর্থ্যের কথা বিবেচনা করে সহনীয় মূল্যে বিদ্যুৎ সরবারহের জন্য লাইফ লাইন ট্যারিফসহ বিভিন্ন ধাপে ট্যারিফ নির্ধারণ করে থাকে।
নসরুল হামিদ আরও বলেন, বর্তমানে বিভিন্ন বিতরণ কোম্পানিগুলো তাদের ট্যারিফ বৃদ্ধির জন্য বিইআরসিতে প্রস্তাব পেশ করেছে। বিদ্যুতের মূল্য সামান্য বৃদ্ধি করা হলেও, তা জনগণের জন্য বোঝা হবে না।
আ খ ম জাহাঙ্গীর হোসাইনের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অগভীর সমূদ্রাঞ্চলে তেল গ্যাস অনুসন্ধানের জন্য বিগত ৫ বছর জাতীয় জ্বালানি ও খনিজ সম্পদ উন্নয়নে ভারত, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে ৩টি উৎপাদন বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
দিলারা বেগমের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত গ্যাসের প্রায় ৪১ শতাংশ পাওয়ার সেক্টরে ব্যবহৃত হয়। পাওয়ার সেক্টরে জ্বালানি হিসেবে কয়লা প্রাধান্য দেওয়ার কথা গুরুত্বের সাথে ভাবা হচ্ছে। ভিশন ২০২১-এ ২০২১ সালের মধ্যে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাথমিক জ্বালানি হিসেবে ৫৩ শতাংশ কয়লা ব্যবহারের কথা উল্লেখ আছে। বিকল্প জ্বালানির উৎস হিসেবে কয়লা সম্পদের অনুসন্ধান ও উন্নয়নের মাধ্যমে এর সর্বত্র ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় কয়লা নীতি চূড়ান্ত করণের কাজ চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫
** যৌথবাহিনী নামিয়ে এসএসসি পরীক্ষা নেওয়ার দাবি
** সবার প্রশ্নের উত্তরেই জবাব ‘৩ বছর’
** মার্চ থেকে শিল্পকারখানায় গ্যাস সংযোগ
** প্রতিমাসে ৩ হাজার বিতরণ ট্রান্সফরমার পুড়ে যাচ্ছে