রাবি (রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রাবি ক্যাম্পাসে সোমবার দিনগত রাতেও দুই জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হরতাল-অবরোধ সমর্থকরা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে এসব নাশকতা ঘটাচ্ছে বলে ধারণা করছে পুলিশ।
শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীরা বাংলানিউজকে জানান, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হলটির ছাদে বিকট শব্দে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ে নবাব আব্দুল লতিফ হলের দেয়ালে একটি ও হলের পাশে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা ফজলুল হক হলের তৃতীয় তলায়ও একটি ককটেল বিস্ফোরিত হয়।
এদিকে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি তাজা ককটেল উদ্ধার করে মতিহার থানা পুলিশ।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দুপুরে জিয়াউর রহমান হলের ভেতরে ককটেল পাওয়া গেছে। হলের নিরাপত্তা প্রহরীরা ককটেলটি দেখে খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। সন্ধ্যায় হবিবুর রহমান হলের ছাদে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫