নোয়াখালী: নোয়াখালীর চৌমুহনী বাজার এলাকায় ট্রাক চাপায় মোবারক হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাজারের ব্যাংক রোড়ের কবির স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোবারক হোসেন বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজিপুর গ্রামের সর্দার বাড়ির বাসিন্দা ও চৌমুহনী বাজারের লাইনম্যান ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে পুলিশি পাহারায় জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে মালবাহী কয়েকটি ট্রাক আসে। ট্রাকগুলো দক্ষিণ বাজারে পণ্য খালাসের জন্য প্রবেশকালে কবির স্টোরের সামনের মোড়ে একটি ট্রাক বাক নিতে গিয়ে লাইনম্যান মোবারক হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫