ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সম্পদের তথ্য গোপন করায় ১০ বছরের কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
সম্পদের তথ্য গোপন করায় ১০ বছরের কারাদণ্ড

ঢাকা: সম্পদের তথ্য গোপন করায় যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতর (আরজেএসসি) রেজিস্টারের ব্যক্তিগত সহকারী (পিএ) কে এম এ নাহারকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক এ আদেশ দেন।



দুদকের প্যানেলভুক্ত আইনজীবী মোশাররফ হোসেন কাজল মামলাটি পরিচালনা করেন।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, কে এম নাহারের বিরুদ্ধে মোট ৪৪ লাখ ৪২ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০১০ সালের ৩১ ডিসেম্বর মামলা দায়ের করে দুদক। এরপর এ মামলার চার্জশিট দাখিল করে দুর্নীতি বিরোধী সংস্থাটি। দুদকের তদন্ত গ্রহণযোগ্য হওয়ায় এ রায় দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।