ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাংলানিউজকে খুলনা আ’লীগের সাধারণ সম্পাদক

বিএনপি-জামায়াত কমান্ডো স্টাইলে মানুষ হত্যা করছে

মাহবুবুর রহমান মুন্না ও আহমেদ শামীম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
বিএনপি-জামায়াত কমান্ডো স্টাইলে মানুষ হত্যা করছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: চলমান হরতাল-অবরোধে কমান্ডো স্টাইলে মানুষ হত্যা করছে বিএনপিসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের উচিৎ শিক্ষা জনগণ শিগগিরই দেবে।



সোমবার (২ফেব্রুয়ারি) দুপুরে নগরীর লোয়ার যশোর রোডের দলীয় কার্যালয়ে বাংলানিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।

২০ দলের আন্দোলন প্রসঙ্গে মিজান বলেন, বিএনপি-জামায়াত দাবি আদায়ের নামে মানুষ হত্যা করছে। ভয়ভীতি দেখিয়ে দেশের অর্থনীতিকে পঙ্গু করে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে। পেট্রোল বোমায় সহিংসতা চালিয়ে পৈশাচিক হত্যাকাণ্ড চালাচ্ছে।   দগ্ধ হয়ে যারা মারা যাচ্ছে, বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছে, আসন্ন মৃত্যুর পথে ধাবিত হচ্ছে, তারা জানতেও পারছে না কী তাদের অপরাধ।   বার্ন ইউনিটের দগ্ধ মানুষদের দেখলে যে কোনো বিবেকবান মানুষ খালেদার আন্দোলনকে ধিক্কার জানাবে।

এক প্রশ্নের জবাবে এ সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে আছে। আমরা দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার সর্ব্বোচ্চ চেষ্টা করছি। দেশে যত সন্ত্রাসী কার্যক্রম চলছে, এর সব দায়ভার খালেদা জিয়াকে নিতে হবে।

গত একমাসে (জানুয়ারি) খুলনায় ১১টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। আপনি এ বিষয়টি কিভাবে দেখছেন জানতে চাইলে মিজান বলেন, এ বিষয়টি নিয়ে আমরাও শঙ্কা প্রকাশ করছি।

তিনি অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের কিছু চিহ্নিত মানুষ অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী এনে শহর অশান্ত করতে চাচ্ছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতা থাকাকালে খুলনা রক্তাক্ত নগরী ছিল। আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুর ইমামসহ আমাদের ৭০ জন নেতাকর্মীকে হত্যা করেছে বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মিজান বলেন, আপনি সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী। আপনি একজন মা। আপনি এভাবে আর কারও সন্তান পুড়িয়ে মারবেন না। আপনি এ দেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাবেন না। আপনার এ আশা কোনোদিন সফল হবে না।

এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে হোক এটা বিএনপি চায় না- এমন অভিযোগ করে ১৪ দলের সমন্বয়ক মিজান বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষায় কোনো রকম বাধা জাতি দেখতে চায় না।

দেশের মানুষের জীবন বিপন্ন করে যারা যুদ্ধাপরাধীদের রক্ষা ও দুর্নীতিবাজদের রেহাই দিতে চান, তারা পাপের পথে হাঁটছেন বলে মন্তব্য করেন তিনি।

মিজান বলেন, ১০ বছর ধরে পড়াশুনা করে যে সব শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতে পারলো না, তাদের দায়ভার আপনাকে নিতে হবে। পেট্রোল বোমায় পুড়ে বার্ন ইউনিটে যারা ধুকে ধুকে মরছে তারাসহ তাদের হাজার হাজার পরিবার, পুলিশ সদস্যসহ যারা নিহত হয়েছেন এদের দায়ভারও ম্যাডাম খালেদা আপনাকে নিতে হবে।

এ সময় তিনি দেশের স্বার্থের চলমান অবরোধ ও হরতাল বন্ধের জন্য বিএনপি  চেয়ারপারসনের প্রতি আহ্বান জানান।  

বাংলাদেশ সময় : ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।