ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে বাড়িতে অভিযান চালিয়ে ১৬টি ককটেল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
খিলগাঁওয়ে বাড়িতে অভিযান চালিয়ে ১৬টি ককটেল উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর খিলগাঁও থানাধীন গোড়ানের হাওয়াই গলির একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ওই ককটেলগুলো উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের অভিযান চলছে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।