ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১৫ প্রকল্প নাজুক অবস্থায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১৫ প্রকল্প নাজুক অবস্থায়

ঢাকা: প্রয়োজনীয় উদ্যোগ ও তদারকির অভাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১৫ প্রকল্পের অবস্থা খুবই নাজুক। চলতি অর্থবছরে (২০১৪-১৫) নেওয়া এসব প্রকল্প বাস্তবায়নের ৮ মাস অতিবাহিত হতে চললেও বরাদ্দের অর্ধেকও ব্যয় করতে পারেনি মন্ত্রণালয়।



এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। প্রকল্পের অগ্রগতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যরা। পাশাপাশি সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রকল্পগুলোর কাজ অতিদ্রুত শেষ করার তাগিদ দেন তারা।
 
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে এ ক্ষোভ প্রকাশ ও তাগাদা দেওয়া হয়।
 
কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য অ্যাডভোকেট রহমত আলী, মো. শহীদুজ্জামান সরকার, মো. আব্দুল মজিদ খান, মীর মোস্তাক আহমেদ রবি অংশ নেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
 
কমিটি সূত্র জানায়, বৈঠকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মাধ্যমে নেওয়া (আইএমইডি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ সময় জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় চলতি অর্থবছরে এডিপিতে ১৫টি প্রকল্পের অনুকুলে মোট ১৬৬ দশমিক ৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর বিপরীতে ডিসেম্বর ২০১৪ পর্যন্ত আর্থিক অগ্রগতি হয়েছে মোট ৪৪ দশমিক ২৭ কোটি টাকা, যা মোট বরাদ্দের মাত্র ২৭ শতাংশ। কমিটি প্রকল্পগুলোর কাজ দ্রুত সময়ে শেষ করার তাগিদ দিয়েছে।
 
বৈঠকে নবম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত সময়ে সংসদ ফ্লোরে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীর সমাজকল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত দেওয়া প্রতিশ্রুতির ওপর আলোচনা হয়।

এ সময় কমিটির সদস্যরা প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চান। জবাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিগত সংসদের পাঁচ বছরে বয়স্ক ভাতা বৃদ্ধি, এতিমখানা প্রতিষ্ঠা এবং বিধবা ও স্বামী পরিত্যাক্ত ভাতা সংক্রান্ত মোট তিনটি প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। এছাড়া বর্তমান সরকার ২০১৪-২০১৫ অর্থ বছরে ২৭ লাখ ২২ হাজার ৫০০ জন বয়স্ক ভাতাভোগীর মাসিক জনপ্রতি ভাতার পরিমাণ ৩০০ টাকা থেকে ৪০০ টাকায় উন্নীত করেছে।
 
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।