ঢাকা: প্রচলিত আইনে সমাজ থেকে বাল্যবিবাহ দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের মন্ত্রী হোস্টেলে ‘বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক পরামর্শ সভায়’ এ মন্তব্য করেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, বাল্যবিবাহ সমাজের জন্য অভিশাপ এবং শিশু অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। শুধুমাত্র প্রচলিত আইন দিয়ে সমাজ থেকে বাল্যবিবাহ দূর করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা, নারী শিক্ষার প্রসার ও দারিদ্র্য বিমোচন।
তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের দেশের গণমাধ্যমগুলো সামাজিক সচেতনতা সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজ থেকে বাল্যবিবাহ নিরসনে গণমাধ্যমগুলোকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ডেপুটি স্পিকার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ করতে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন ধরনের পরামর্শমূলক কর্মসূচি পালন করতে হবে। যাতে জনসচেতনতা গড়ে ওঠে।
এ সময় পাঠ্যপুস্তকসহ সকল শিক্ষা কারিক্যুলামে বাল্যবিবাহের কুফলগুলো তুলে ধরার আহ্বান জানান তিনি।
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনএফপিএ‘র প্রতিনিধি মিস আর্জেন্টিনা মেটাভেল পিক্কিন। আরও উপস্থিত ছিলেন হুইপ মাহাবুব আরা গিনি, মো. শাহাবুদ্দিন, সংসদ সদস্য আ ফ ম রুহুল হক, আব্দুল মতিন খসরু, ফজিলাতুন্নেসা ইন্দিরা, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আশরাফুল মকবুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫