মাদারীপুর: স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় ঢাকার সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহিদুর রহমান সুমনকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকারিয়া এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মাদারীপুরের ডাসার থানার খাতিয়াল গ্রামের মকবুল ফকিরের মেয়ে শিখা আক্তারের সাথে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার মিয়ার ছেলে মাহিদুর রহমান সুমনের ২০১০ সালের ১৯ নভেম্বর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর সুমন ও তার পরিবারের লোকেরা মাদারীপুর শহরে বাড়ি তৈরির জন্য যৌতুক বাবদ ৫ লাখ টাকা দাবি করেন।
কিন্তু টাকা না পেয়ে শিখার স্বামী ও পরিবারের লোকজন শিখাকে নির্যাতন করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে শিখা বাদী হয়ে ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক আইনে মামলা করেন।
ওই মামলায় সুমন মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গৃহবধূ শিখা আক্তার বলেন, আমার ওপর যে নির্যাতন করা হয়েছে আমি তার বিচার চাই।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমরান লতিফ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫