ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হাজী সেলিমকে আবারও সর্তক করলেন ডেপুটি স্পিকার

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
হাজী সেলিমকে আবারও সর্তক করলেন ডেপুটি স্পিকার

জাতীয় সংসদ ভবন থেকে: জাতীয় সংসদে শিল্পমন্ত্রীকে ভাই বলে সম্বোধন করায় স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমকে আরও একবার সতর্ক করে দিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
 
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডেপুটি স্পিকারের অনুমতি নিয়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কথা বলা শুরু করেন হাজী সেলিম।


 
এ সময় সংসদে উপস্থিত শিল্পমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখানে ‘আমু ভাই’ আছেন। তারা সিনিয়র নেতা, দেশের এই অবস্থায় শুধু বক্তব্য দিয়েই চলে যান। কোনো পরিবর্তন হয় না, এভাবে চলতে পারে না। এর একটা ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।
 
এ কথা বলার সময় ডেপুটি স্পিকার বলেন, মাননীয় সদস্য আপনি কাল (সোমবারও) একবার একজন মন্ত্রীকে ভাই বলেছেন। এর আগেও একদিন বলেছেন। আপনি এটা বলতে পারেন না। কাল (সোমবার) আপনার এ শব্দটি এক্সপান্স (বাতিল) করা হয়েছে। আজও এক্সপান্স করা হলো। এরপর বললে আমি মাইক বন্ধ করতে বাধ্য হবো। এ ব্যাপারে আপনার সর্তক হওয়া উচিত।
 
ডেপুটি স্পিকারের কথায় হাজী সেলিম বলেন, দুঃখিত। আপনি তো আমাদের শিক্ষা দেবেনই। আপনি আমাদের শিক্ষক। তাই ভুলভ্রান্তি ক্ষমা করবেন।
 
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।