ঢাকা: রাজধানীর পল্লবীতে তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, সোনিয়া (২৫) নামের ওই তরুণী আত্মহত্যা করেছেন।
তার স্বামীর নাম আহমেদ জয়। তাদের গ্রামের বাড়ি নরসিংদীর বেলাবোতে। তাদের ঘরে এক সন্তানও আছে। তারা পল্লবীর ১২/এ, রোড নং ১২, হাউজ নং ২১ এর ভাড়া বাসায় থাকতেন।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মুন্সি রাসেল হোসেন জানান, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পল্লবীর ওই বাড়ি থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সোনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
সোনিয়ার বড় বোন ময়নার বরাত দিয়ে পুলিশ জানায়, সোনিয়া মডেলিং ও পার্শ্বচরিত্রে অভিনয় করতো। তার সঙ্গে বাপ্পি নামে এক ছেলের সম্পর্ক ছিল। সোনিয়ার সঙ্গে ছেলেটির একান্ত মুহূর্তের কিছু ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকির প্রেক্ষিতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
এ ঘটনায় আত্মহত্যা প্ররোচণায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে বাপ্পি পলাতক।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫