যশোর: যশোর শহরে অনুমতি ছাড়াই খোলা বাজারে পেট্রোল বিক্রির অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। এ সময় ২০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যশোর শহরের রেলগেট এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, যশোর শহরের রেলগেট এলাকার শেখ জিন্নাহ আলীর দুই ছেলে আবুল কালাম আজাদ ও তোফাজ্জেল হোসেন এবং শহরের ষষ্ঠিতলা পাড়া এলাকার কামরুল ইসলামের ছেলে রূপম।
যশোরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটকরার নাশকতার কাজে পেট্রোল সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে বুধবার আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫