ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি বরখাস্ত

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
সাভার দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি বরখাস্ত

সাভার(ঢাকা): নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাভার সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি আওয়ামীলীগ নেতা আবু সাঈদকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি’২০১৫) দলিল লেখক কল্যাণ সমিতির জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে বরখাস্ত করা হয়।

সাঈদ সাভার পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

সমিতির সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ওঠায় সাধারণ দলিল লেখকরা তার বিরুদ্ধে অভিযোগ আনলে তদন্ত সাপেক্ষে তাকে বরখাস্তের সিদ্ধান্ত হয়।
দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীম বাংলানিউজকে জানান, সমিতির অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে মঙ্গলবার দুপুরে সাধারণ সভায় ১৯৫ জন সদস্যে উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সভাপতি আবু সাঈদকে বরখাস্ত করা হয়েছে।

তবে চক্রান্ত করে সভাপতির পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে বাংলানিউজকে মোবাইল ফোনে জানিয়েছেন আবু সাঈদ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।