ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতার শিকার ও অকেজো ১শ’ রেলকোচ মেরামতের উদ্যোগ

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
নাশকতার শিকার ও অকেজো ১শ’ রেলকোচ মেরামতের উদ্যোগ ছবি: ফাইল ফটো

ঢাকা: ২০ দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধে হামলার শিকার এবং অকেজো একশ’টি রেলকোচ মেরামতের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
 
এসব কোচ মেরামত কাজের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৭১ কোটি ৮১ লাখ টাকা।

এ ‍অর্থ সরকারি খাত থেকে দেওয়া হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন বাংলানিউজকে এসব তথ্য জানান।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধ চলাকালে রেলওয়েতে নাশকতা ঠেকাতে আট হাজার তিনশ’ ২৮ আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। তারা রেলওয়েতে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সারা দেশে রেলপথের ঝুঁকিপূর্ণ এক হাজার ৪১টি পয়েন্টের প্রতিটিতে আটজন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছেন।

তবুও বার বার অবরোধ-হরতালকারীদের হামলার শিকার হচ্ছে রেলওয়ে। রেলওয়েতে আগুন ও রেলওয়ের ফিশপ্লেট তুলে ফেলার কারণে দুর্ঘটনায় অনেক কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের ওয়ার্কশপগুলোতেও অকেজো কোচের সংখ্যা বেড়েই চলেছে। তাই হামলার শিকার ও পুরাতন অকেজো একশ’টি যাত্রীবাহী কোচ মেরামতের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন বাংলানিউজকে জানান, নানা কারণে অকেজো প্রায় একশ’টি কোচ মেরামতের উদ্যোগ নিয়েছি। কোচগুলো মেরামত করা হলে এগুলোর অর্থনৈতিক আয়ুষ্কাল বাড়বে বলে আশা করা হচ্ছে। এগুলোর মেরামত অত্যন্ত জরুরি।

একশ’টির মধ্যে কতোগুলো কোচ নাশকতার শিকার এমন প্রশ্নের জবাবে রেলের মহাপরিচালক বলেন, যেগুলো মেরামত করা হচ্ছে তার মধ্যে কিছু কোচ নাশকতার শিকার হয়েছে। তবে এর সঠিক পরিসখংখ্যান এই মুহুর্তে বলা যাচ্ছে না।

রেল মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জন্য ৫০টি ব্রডগেজ ও ৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ পুনর্বাসন’ প্রকল্পের অধীনে কোচগুলো মেরামত করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৭১ কোটি ৮১ লাখ টাকা। যা সরকারি খাত থেকে মেটানো হবে।

ওই সূত্র আরো জানায়, ২০১৪ সালের জুলাই থেকে এসব কাজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং ২০১৭ সালের জুন নাগাদ এসব কোচ মেরামত শেষ হবে। নীলফামারী জেলার সৈয়দপুর ওয়ার্কশপে এসব কোচ মেরামত করা হবে।

এতে করে যাত্রীবাহী কোচ স্বল্পতা দূর হবে। রেল পরিচালনার সামর্থ্য এবং যাত্রী পরিবহনের সুযোগ সুবিধাও বাড়বে।

রেলওয়ে সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলে মোট এক হাজার একশ’ ৬৫টি মিটারগেজ এবং তিনশ’ ২৪টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ চলমান রয়েছে। অধিকাংশ কোচের অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। এছাড়া নতুন কিছু কোচ রাজনৈতিক অস্থিরতার শিকার হয়েছে।  

নানা কারণে সৈয়দপুরে অকেজো কোচের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে চারশ’ ৬৪টি এমজি ও একশ’ ৩৬টি বিজি কোচ মেরামতের অপেক্ষায় রয়েছে। এ সমস্ত কোচের মধ্যে একশ’টির অবস্থা বেশি খারাপ।
 
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।