সাভার (ঢাকা): সাভারের উলাইলে যাত্রীবাহী বাসের ধাক্কায় নুর নব্বী (২৯) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহত নুর রংপুর জেলার কাউনিয়া থানার রাজিব গ্রামের শাহা আলমের ছেলে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সন্ধ্যায় নুর রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫