ঢাকা: দুর্নীতি দমন কমিশনের(দুদক) কর্মকর্তা পরিচয় পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে ২ জনকে আটক করেছে দুদকের একটি টিম। আটককৃতরা হলেন- মাহমুদুর রশীদ ও কাওছার আহমেদ।
বুধবার(৪ ফেব্রুয়ারি’ ২০১৫)দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর পূর্ব নাখালপাড়া থেকে এ ২জনকে আটক করে দুদকের সহকারী পরিচলিক এসএম রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম।
প্রতিষ্ঠানটির উপ পরিচালক(জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটককৃত ২জন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দুদকের মামলা, চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হবে এমন কথা বলে আর্থিক সুবিধা নিচ্ছিল। বেশ কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ মতে তাদের আটক করা হয়েছে।
আটককৃতদের দুদক প্রধান কার্যালয়ে রাখা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫