নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে ইউসুফ আলী (৪০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় পঞ্চায়েত সদস্যরা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ইউসুফ এ উপজেলার দক্ষিণ পাতড়ী গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ইউসুফসহ কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী আদাতলা সীমান্তের ২৪২ নম্বর পিলার সংলগ্ন ভারতের রাঙ্গামাটি এলাকা দিয়ে দেশে ফিরছিলেন। এসময় সেখানকার পঞ্চায়েত সদস্যরা তাদের মধ্যে ইউসুফকে ধরে নিয়ে যায়।
১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার রফিকুল হাসান জানান, খবর পেয়ে আটক ইউসুফকে ফেরত চেয়ে ৩১ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তালতলী ক্যাম্পের কমান্ডেন্ট মেগীর কাছে চিঠি পাঠানো হয়। কিন্তু পঞ্চায়েত সদস্যরা আটক করায় বিএসএফ তাকে ফেরত দিতে পারেনি।
তিনি জানান, ইউসুফকে সে দেশের পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫