মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামে আঞ্জুমান আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
আঞ্জুমান ওই এলাকার আজাদ মোল্লার মেয়ে ও স্থানীয় ধল্লা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
সিংগাইর থানার উপ-পরির্দশক (এসআই) রুহুল আমিন বাংলানিউজকে জানান, রাতে গলায় ওড়না পেঁছিয়ে আত্মহত্যার চেষ্টা করে আঞ্জুমান। এরপর পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে সাভারের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ দুপুরে আঞ্জুমানের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫