ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
সাভারে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২ ছবি: প্রতীকী

সাভার (ঢাকা): সাভারের আমিনবাজার এলাকায় বিআরটিসির দ্বিতল বাসের ধাক্কায় মারা গেছেন এক মোটরসাইকেল আরোহী। এসময় আহত হয়েছেন অন্তত দু’জন।



বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর ব্রিজ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে দুই যুবক সাভারে আসছিলেন। ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর ব্রিজের কাছে এলে তাদের মোটরসাইকেলকে একটি বিআরটিসি দ্বিতল বাস সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এসময় মোটরসাইকেলে থাকা এক যুবক ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার সঙ্গে থাকা অন্য যুবকসহ এক পথচারী।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন।

পরে সাভার মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া বাংলানিউজকে বলেন, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

আহতদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।