ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
বরিশালে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি

বরিশাল: বরিশাল মহানগরের দক্ষিণ আলেকান্দার আমতলা এলাকায় স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।  
 
বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে আমতলা বিজয় বিহঙ্গ সংলগ্ন বরিশাল সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর জসিমের মালিকানাধীন মীর ম্যানসনের দ্বিতীয় তলায় ভাড়াটিয়ার বাসায় এ ঘটনা ঘটে।


 
তবে, এ সময় ওই বাসায় কেউ ছিলেন না বলে জানান বাড়ির মালিক।
 
বাসার ভাড়াটিয়া ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখার কার্য সহকারী আহসান হাবিব বাংলানিউজকে জানান, তার স্ত্রী মরিয়ম জান্নাত পার্শ্ববর্তী স্কুল থেকে বাচ্চাকে নিয়ে আসার জন্য সকাল পৌনে ১১টার দিকে বের হন। এ সময় তিনি বাসার দরজা তালাবদ্ধ রেখে যান। পরে, বাসার ফিরে দরজা খোলা ও পুরো ঘর এলোমেলো করা দেখতে পান।
 
তিনি জানান, এ সময় ঘরের ভেতরে থাকা আলমিরা ভাঙা অবস্থায় ছিল এবং সেখানে রাখা দেড় লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালঙ্কার খোয়া গেছে।
 
ঘটনাটি তাৎক্ষণিক পুলিশকে জানানো হলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ঘটনায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানান আহসান হাবিব।  
 
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।