ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতার প্রতিবাদে ঢাকাস্থ নাটোরবাসীর মানববন্ধন

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
সহিংসতার প্রতিবাদে ঢাকাস্থ নাটোরবাসীর মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের চলমান হরতাল-অবরোধের নামে সন্ত্রাসীদের দিয়ে ‘পুড়িয়ে মানুষ হত্যার’ প্রতিবাদে  ঢাকাস্থ নাটোরবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ট‍ার দিকে জাতীয় সংসদ ভবন সংলগ্ন ন্যাম ভবনের (এমপি হোস্টেল) সামনে এ কর্মসূচি পালিত হয়।



এ সময় বক্তব্য দেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, আয়োজক সংগঠনের আহ্বায়ক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল প্রমুখ।

কর্মসূচি সঞ্চলনা করেন আওয়ামী লীগের সহ-সম্পাদক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহমেদ আলী মোল্লা।

বক্তারা বলেন, পরীক্ষা দিতে নিজ নাতনিদের মালয়েশিয়া পাঠিয়ে দিয়ে দেশের ১৫ লাখ পরীক্ষার্থীর জীবন নিয়ে তামাশা শুরু করছেন খালেদা জিয়া। অন্যদিকে, তিনি মানুষ হত্যা অব্যাহত রেখেছেন। অচিরেই খালেদা জিয়াকে এ ধরনের মানুষ হত্যা ও সহিংসতার রাজনীতি ত্যাগ করে সুষ্ঠু রাজনীতির পথে আসার আহ্বান জানান বক্তারা।

তারা বলেন, রাজনীতির নামে পরিকল্পিতভাবে মানুষ হত্যা, নাশকতা ও জ্বালাও-পোড়াও বন্ধ না হলে দেশের জনগণ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সহ-সম্পাদক আতিকুর রহমান আতিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রচার সম্পাদক সুজন, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা আরিফ, জনি প্রমুখ।

প্রতিবাদ সভা ও মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি ন্যাম ভবন থেকে খামারবাড়ী মোড় ঘুরে ফের ন্যাম ভবনের সামনে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।