নীলফামারী: নীলফামারীতে আটক জামায়াতের চার নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে, নাশকতার আশঙ্কায় ভোরে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারিসহ চারজনকে আটক করে যৌথবাহিনী।
আটকরা হলেন- নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নূর ইসলাম (৫০), ইউনিয়নের সুটিপাড়া বকশিপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের দুই ছেলে জামায়াত কর্মী আবুল বাশার (৩২) ও ওয়াহেদ আলী (২৩) এবং একই গ্রামের সৈয়দ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪২)।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বাবুল আখতার জানান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শফিউল ইসলামের নেতৃত্বে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
চলমান অবরোধ হরতাল কর্মসূচিতে নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫