ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে তদন্ত কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
না’গঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে তদন্ত কমিটি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা কামালপুর এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় ৩সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি ওই ক্লিনিক সিলগালা করতে জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে।



বুধবার(০৪ ফেব্রুয়ারি) জেলা সিভিল সার্জন ডা. দুলাল চন্দ্র চৌধুরী এসব তথ্য জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সোমবার (০২ ফেব্রুযারি) রাতে পাগলার কামালপুর এলাকায় শামসুন্নাহার মঞ্জিলের তৃতীয় তলায় ইসলামী ফ্রেন্ডশিপ হাসপাতাল অ্যান্ড ল্যাবে শোভা নামের এক নারী ছেলে সন্তান জন্ম দেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার(০৩ ফ্রেবুয়ারি) সকালে শোভার অবস্থার অবনতি হলে তাকে স্যার সৈয়দ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড)স্থানান্তর করতে বলে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। পরে শোভাকে মিডফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক জানান অনেক আগেই শোভা মারা গেছেন।

এদিকে ভুল চিকিৎসার কারণে শোভার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন, রোগীর স্বজনরা। ঘটনার পর থেকে ইসলামী ফ্রেন্ডশিপ হাসপাতাল অ্যান্ড ল্যাবে ৩জন রোগী রেখে চিকিৎসক ও নার্সসহ সব কর্মকর্তা কর্মচারী পালিয়ে যায়।
 
জেলা সিভিল সার্জন ডা. দুলাল চন্দ্র চৌধুরী জানান, নানা অসঙ্গতির কারণে পাগলার ওই বেসরকারি হাসপাতালটির কার্যক্রম বন্ধ রাখার জন্য ২০১৪ সালের নভেম্বরে নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা নোটিশ অমান্য করে হাসপাতালটির কার্যক্রম চালু রেখেছিল।

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর বিষয়টি তদন্ত করতে একজন পরামর্শকের নেতৃত্বে ৩সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া হাসপাতালটি সিলগালা করার বিষয়ে জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান ডা. দুলাল চন্দ্র।

বাংলাদেশ সময় : ১৬৫৪ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।