ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে ট্রাকচাপায় ভ্যান চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
জামালপুরে ট্রাকচাপায় ভ্যান চালকের মৃত্যু

জামালপুর: জামালপুরে ট্রাকের চাপায় আফাজ আলী (৪২) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়ছে।  
 
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, সকাল ১০টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় আহত হন তিনি।
 
আফাজ আলী জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর দিঘলী গ্রামের হামেদ আলীর ছেলে।
 
স্থানীয়রা জানায়, সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে ভ্যান চালিয়ে আফাজ আলী বাড়ি থেকে বটতলায় আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
 
সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
 
জামালপুর সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবীর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  
 
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।