ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

খোলা বাজারে পেট্রোল বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
খোলা বাজারে পেট্রোল বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় খোলা বাজারে পেট্রোল বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান এ উপজেলার সুবর্ণসাড়া, জিধুরী ও সমেশপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।



তিনি বাংলানিউজকে জানান, অবৈধভাবে খোলা বাজারে পেট্রোল বিক্রির সময় সমেশপুর গ্রামের ব্যবসায়ী সিদ্দিক আলীর কাছ থেকে ৫০ হাজার, জিধুরী গ্রামের জাকির হোসেনের কাছ থেকে ২০ হাজার ও সুবর্ণসাড়া গ্রামের আবুল হোসেনের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।