বেনাপোল (যশোর): যশোরের শার্শায় ট্রাকের চাপায় রেজাউল (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ত্রিমোহনী শ্যামলাগাছি এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রেজাউল শার্শার রাজনগর গ্রামের নুরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রেজাউল বিকেলে মোটরসাইকেলে করে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে ত্রিমোহনী শ্যামলাগাছি এলাকায় বেনাপোলগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় রেজাউল ঘটনাস্থলে মারা যান।
এ সময় ওই সড়ক দিয়ে যাওয়া একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে অটোরিকশার দুই যাত্রী আহত হন।
স্থানীয়রা আহত দু’জনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক বেনাপোলের দিকে পালিয়ে গেছে।
নাভরণ হাইওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক বুলবুল আহম্মেদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫