রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গোদাগাড়ী সীমান্তের দিয়াড়মানিক চরের বিপরীতে ডিএমসি-বিএসএফ ক্যাম্পের কাছে উভয়পক্ষের মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সীমান্তে গুলি বর্ষণ, হত্যা-নির্যাতন বন্ধ, চোরাচালান, মাদকদ্রব্য পাচার রোধ, অবৈধ অস্ত্র-বিস্ফোরক পাচার রোধ, নারী-শিশু ও মানব পাচার প্রতিরোধ, সমন্বিত টহল, বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল খেলা আয়োজন এবং সীমান্ত সংক্রান্ত অন্য বিষয় নিয়ে আলোচনা হয়।
ব্যাটেলিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৩৭ ব্যাটেলিয়ানের ২০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এতে নেতৃত্ব দেন ব্যাটেলিয়ন পরিচালক লে. কর্নেল আনোয়ার-উল-আলম এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-৪ ব্যাটেলিয়নের ১৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্যাটেলিয়ান কমান্ড্যান্ট শ্রী আর ডি ডোগরা।
বৈঠকে সীমান্তে বিরাজমান শান্তিপূর্ণ সহবস্থান পরিস্থিতি বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মত হন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫