ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) ভোরে নাগরভিটা সীমান্ত থেকে ভারতের ১৭ কিলোমিটার অভ্যন্তরে ধর্মপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার বিহারিপাড়ার ভুট্টো (২৮), রাণীশংকৈল উপজেলার চেকপোস্ট কলোনি গ্রামের রিপন (৪০) ও এনামুল হক (২৫)।
আটকদের পারিবারের সদস্যরা জানায়, কয়েক মাস আগে কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে যান তারা।
ঠাকুরগাঁও ৩০ বিজিবি পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস ভারতীয় পুলিশের হাতে তিন বাংলাদেশি আটকের বিষয়টি নিশ্চিত করে বিএসএফের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, ভারতে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে ভারতের কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫