ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মেরিন ফিশারিজ আইন দ্রুত প্রণয়নের সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
মেরিন ফিশারিজ আইন দ্রুত প্রণয়নের সুপারিশ

ঢাকা: দ্রুত মেরিন ফিশারিজ একাডেমি আইন প্রণয়নের সুপারিশ করেছে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
 
বুধবার (০৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ষষ্ঠ বৈঠকে এ সুপারিশ করা হয়।


 
বৈঠকে কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মো. ছায়েদুল হক, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, মো. গোলাম মোস্তফা বিশ্বাস, খন্দকার আজিজুল হক আরজু, মুহাম্মদ আলতাফ আলী ও সামছুন নাহার বেগম উপস্থিত ছিলেন।
 
বৈঠকে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগ/দপ্তর/প্রতিষ্ঠানগুলোর চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়।
 
এছাড়া স্থায়ী কমিটির এক নম্বর সাব কমিটি কর্তৃক ঢাকা চিড়িয়াখানার তদন্ত প্রতিবেদনে উল্লেখিত সুপারিশ দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।

একই সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন বলবৎকৃত আইন দু’টি ভলিউমে সংগ্রহ করার সুপারিশ করে কমিটি।  
 
পাশাপাশি চলতি শীত মৌসুমেই সুন্দরবনের দুবলার চর পরিদর্শনের সব ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে।  
 
বৈঠকে অন্যদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।