ঢাকা: কুমিল্লার চৌদ্দগ্রামে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসে হরতাল-অবরোধকারীদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরেকজনের মৃত্যু হয়েছে। তার নাম রাশেদুল ইসলাম (২৫)।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে রাশেদুল ইসলামের (২৫) মৃত্যু হয়।
জানা যায়, তার বাবার নাম মৃত সৈয়দ আহমেদ। বাড়ি কক্সবাজার চকরিয়া বড়ইতলা গ্রামে। তার স্ত্রীর নাম সুমি। তাদের দুই ছেলে সন্তান রয়েছে।
রাশেদুল ইসলামের কাতার যাওয়ার কথা ছিল। এ জন্য তিনি ঢাকায় আসছিলেন। মঙ্গলবার রাতে (০৩ ফেব্রুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪- ৪০৪৮) ওই বাসে হরতাল-অবরোধকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। আশঙ্কাজনকভাবে ৬ জনকে ঢামেকে চিকিৎসার জন্য আনা হয়। এরমধ্যে, চিকিৎসাধীন একজনের মৃত্যু হলো।
এ ঘটনায় দগ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে অন্য চিকিৎসাধীনরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার শফিকুল ইসলাম (১৮), কক্সবাজারের চকোরিয়ার মোহাম্মদ হানিফ (৩৭), জিলকত (১৯), ফারুক আহমেদ (২০), আরিফ শিকদার (২২) ও শরীফ।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউ প্রধান শাহ আলম ভূইয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫, আপডেট ১৮০৬