বগুড়া: সারা দেশে ২০ দলের ডাকা হরতাল ও অবরোধ চলাকালে নাশকতা বন্ধের দাবিতে বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে ট্রেনের হুইসেল বাজিয়ে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে রেলে কর্মরত স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুর পৌনে একটার দিকে শুরু হওয়া কর্মসূচিতে ট্রেনের সাধারণ যাত্রীরাও অংশগ্রহণ করেন।
কর্মসূচি চলাকালে সান্তাহার স্টেশনের স্টেশন মাস্টার নিজাম উদ্দীন, দেওয়ান শহিদূল হক, জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইকবালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপস্থিতরা দ্রুত হরতাল ও অবরোধে সহিংসতা বন্ধের দাবি জানান।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি, ২০১৫