ঢাকা, সোমবার, ১২ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় নাশকতা রোধে রেল কর্মচারীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
বগুড়ায় নাশকতা রোধে রেল কর্মচারীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: সারা দেশে ২০ দলের ডাকা হরতাল ও অবরোধ চলাকালে নাশকতা বন্ধের দাবিতে বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে ট্রেনের হুইসেল বাজিয়ে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে রেলে কর্মরত স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুর পৌনে একটার দিকে শুরু হওয়া কর্মসূচিতে ট্রেনের সাধারণ যাত্রীরাও অংশগ্রহণ করেন।



কর্মসূচি চলাকালে সান্তাহার স্টেশনের স্টেশন মাস্টার নিজাম উদ্দীন, দেওয়ান শহিদূল হক, জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইকবালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপস্থিতরা দ্রুত হরতাল ও অবরোধে সহিংসতা বন্ধের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।