ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
কক্সবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪

কক্সবাজার: কক্সবাজার শহরের বাহারছড়া কবরস্থানপাড়ায় অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছে ও চারটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।



শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সেলিমের বসতবাড়ির রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
 
খবর পেয়ে কক্সবাজার শহরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভায়।

গ্যাসের দোকান কর্মচারী অগ্নিদগ্ধ শাহেদ বাংলানিউজকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সেলিমের বাড়িতে নতুন গ্যাস সিলিন্ডার লাগানোর সময় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, গ্যাস সিলিন্ডারে ছিদ্র ছিল এ কারণে চুলা ধরাতে গেলে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় চারজন অগ্নিদগ্ধ হয় ও চারটি বসতঘর পুড়ে যায়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

আহতরা হলেন-আবুল কালামের ছেলে পারভেজ (২০), মো. শফির ছেলে সেলিম (৩৫), পপুলার শর্মার ছেলে রিপন শর্মা (২৮) ও আবুল কাশেমের ছেলে শাহেদ (১৬)। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা সবাই শহরের দক্ষিণ বাহারছড়ার কবরস্থান পাড়ার বাসিন্দা। এদের মধ্যে পারভেজের অবস্থা আশঙ্কাজনক।

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন চৌধুরী বাংলানিউজকে জানান, অগ্নিদগ্ধ পারভেজের শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে। বাকিদের প্রায় ৩০ ভাগ পুড়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।