ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এক বৃদ্ধার পোড়া লাশসহ চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, গেন্ডারিয়ায় রেললাইনের পাশ থেকে (আনুমানিক ৭৫) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
পেশায় ভিক্ষুক বৃদ্ধা রেললাইনের পাশেই বসবাস করতেন বলে জানান ওসি।
এদিকে, রাজধানীর রুপনগর থানাধীন দূয়ারীপাড়া এলাকা থেকে জান্নাতুল (১৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে রুপনগর থানা পুলিশ।
পরিবারের বরাত দিয়ে রুপনগর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ ওয়াহিদ জানান, পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন জান্নাতুল। তবে ময়না তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া রাজধানীর দারুস সালাম থানাধীন ৪৩ নং হরিরামপুরে পরিত্যক্ত টিনশেড বাড়ি থেকে রবিউল (১৯) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বাড়িটি সালাউদ্দিন নামে এক ব্যক্তির বলে জানা গেছে।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) ফজলে রহমান জানান, পরিত্যক্ত বাড়ির মালিক সালাউদ্দিনের বাসায় কাজ করতো রবিউল। ময়না তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
অপরদিকে, খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভূঁইয়া জানান, দক্ষিণ বনশ্রী এলাকায় মুন্নি (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে, ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। পরে শুক্রবার ভোর ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাকে (মুন্নি) মৃত বলে ঘোষণা করেন।
মুন্নির স্বামীর নাম সোহেল ভূঁইয়া। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫