ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু ছবি: প্রতীকী

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন খাঁ (৩৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
 
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মদিনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


 
সুজন উপজেলার পাচুড়িয়া গ্রামের আব্দুল হাই খাঁর ছেলে।
 
নিহতের পারিবারের লোকজন জানায়, সকালে সুজন লোহাগড়া উপজেলার মদিনাপাড়া গ্রামে একটি তিনতলা বাড়ির নির্মাণ কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের পাশে থাকা বৈদ্যুতিক তারে সঙ্গে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
 
বিষয়টি টের পেয়ে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে লোহাগড়া বাজারে বৈদ্যনাথ সাহা ক্লিনিকে নিয়ে যান। এ সময় ক্লিনিকের চিকিৎসক ডা. বৈদ্যনাথ সাহা তাকে মৃত ঘোষণা করেন।  
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।