ঢাকা: দেশের মেডিকেল ও ডেন্টাল ছাত্র-ছাত্রীদের স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শোভাযাত্রা ও এতিম শিশুদের ব্লাড গ্রুপ নির্ণয়ের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে সংগঠনটি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নীলক্ষেত সন্ধানী ভবন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। আজিমপুর সলিমুল্লাহ এতিমখানার সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
পরে সেখানে এতিমখানার ৩০০ শিশুর বিনামূলে ‘ব্লাড গ্রুপ নির্ণয় করে’ন সন্ধানীর স্বেচ্ছাসেবীরা।
এসময় সন্ধানীর কেন্দ্রীয় উপদেষ্টা ডা. আকিব জাহান, সভাপতি মাইদুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মো. ইফতেখারুল আলম রিমন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শাওন, ঢাকাস্থ সন্ধানী ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ ইউনিট, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ইউনিট, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট, ডেন্টাল কলেজ ইউনিট, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ইউনিট, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ইউনিট, বাংলাদেশ মেডিকেল কলেজ ইউনিটসহ সন্ধানীর বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
মূলত নিরাপদ রক্ত সঞ্চালন ও মরণোত্তর চক্ষুদান নিয়ে দেশব্যাপী মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের নিয়ে ১৯৭৭ সালের ৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে সন্ধানী।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫