ঢাকা: দেশের চলমান সহিংস রাজনীতি বন্ধে জাতীয় সংলাপসহ ৭ দফা দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
শুক্রবার (০৬ জানুয়ারি) বিকেলে এক পদযাত্রা শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এ দাবি জানান।
তিনি বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সময় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এবারো আন্দোলনের নামে সহিংসতার সৃষ্টি করে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছে। এর স্থায়ী সমাধান দরকার। অবিলম্বে জাতীয় সংলাপের আহ্বান করে সমাধান বের করতে হবে। বিরোধী দলগুলোর সহিংসতা বন্ধ করতে হবে।
দাবিগুলোর মধ্যে রয়েছে- বিচার বহির্ভূত হত্যা, ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ, রাজনৈতিক হয়রানি বন্ধ, গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখা, যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকর করা। এছাড়া কঠোর হাতে সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও দাবি জানান তিনি।
বদিউল আলম বলেন, মানুষ পুড়িয়ে মারার জন্য আমরা এ দেশ স্বাধীন করিনি। সহিংস ঘটনা ঘটানোর জন্য স্বাধীনতা অর্জন হয়নি। আন্দোলনের নামে বারবার জনগণকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যাবে না।
বর্তমান সংকট ও সহিংসতার প্রতিবাদে আগামী ১৪ ফেব্রুয়ারি সারাদেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন তিনি।
গণজাগরণ মঞ্চ, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সাম্যবাদী দল, উদীচিসহ অন্যান্য প্রগতিশীল সংগঠনগুলো সমাবেশে একাত্মতা ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫